সব কিছু নীরবে সয়ে গেছি
বিষন্ন পৃথিবী দাঁড়িয়েছে ক্ষুধার জ্বালায়।
ক্যামেরা চোখে দেখতে থাকি
নাচছে নর্তকী মত্যের নাচ
মোহমুদ্রা হাতে অসীম আগ্রহে থাকি বসে
শূন্যাসনে দেখি দেহের প্রতিটা ভাঁজ।
দূরে সরে যাই, এ আমার ভয় নয়
খ্যাতির যশে যদি পুড়ে যাই
পৃথিবীর প্লাটফরমে মৃত্যুরা যে ছায়া ফেলে যায়
কিছু অচল মুদ্রা দিয়ে তাকে বিদায় করে দিই।
এসো, রাত হলে আমরা চাঁদ হই
ঠোঁটের আগায় মেলে ধরি ইতিহাসের নতুন মুদ্রা।
এসো, রাত হলে আমরা চাঁদ হই
ঠোঁটের আগায় মেলে ধরি ইতিহাসের নতুন মুদ্রা।———-
সুন্দর লিখা প্রিয় কবি।