যাত্রী

শেষের খেয়া ধরবো বলে
বসে আছি পাড়ে
ঘুমিয়ে গেলে খেয়ার মাঝি
ডাকবে কি আমারে

ঘুমিয়ে যদি পার হয় বেলা
খেয়া ছুটে যায়
কিংবা যদি জায়গা না হয়
মাঝির ঐ খেয়ায়

তখন আমায় কে তরাবে
কে দেখাবে দিশা
হাত বাড়াবে কেউ কি আছে
নামলে অমানিশা

বুকের কোনে যত্ন করে
রাখবে কি কেউ মোরে
জাগিয়ে দেবে হারাই যদি
মায়া মোহের ঘোরে

শেষের খেয়ায় উঠতে হবে
জানিয়ে দেবে কেউ
কেউ কি আছে পৌঁছে দেবে
আগলে রেখে ঢেউ…

3 thoughts on “যাত্রী

  1. বুকের কোনে যত্ন করে
    রাখবে কি কেউ মোরে
    জাগিয়ে দেবে হারাই যদি
    মায়া মোহের ঘোরে

  2. শেষের খেয়ায় উঠতে হবে
    জানিয়ে দেবে কেউ
    কেউ কি আছে পৌঁছে দেবে
    আগলে রেখে ঢেউ…

    সে পথ হয়তো একার – কেউ সাথে থাকবে না –
    শুভকামনা জানবেন কবি ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।