নতুন বছর

ঝিনুকসাদা পরীক্ষার খাতা।
একলা ঘরে আমাকে বসালে;
দেখে দেখে আঁকব ভেবেছিলাম
তোমার চোখ তোমারই মশালে!

যেমন দেখি: গায়ে পোশাক নেই
বেরিয়ে গেছি রাস্তায়, আন্‌মনা…
স্বপ্ন — তবু লজ্জা করে জেনে
পৃথিবী এক বাথরুম-কারখানা!

পাথর-চাপা হলুদ পাঞ্জাবির
ছুটে এসেও গ্রুপ-ফটোতে লেট…
নতুন হরিণ আমার উঠোনে
পকেটে নেই আধখানা বুলেট

আজ থেকে সব আসল হবে, দেখো
তোমার আঙুল, জীবনবীণার তার
কিন্তু কবির বদলে যাওয়া বাড়ি
হাসপাতাল, না সংশোধনাগার?

(গত বছরের পদ্য)

5 thoughts on “নতুন বছর

  1. গত বছরের পদ্য হলেও লিখাটি প্রতি বছরের জন্যই যেন সর্বজনীন।
    অভিনন্দন প্রিয় চন্দন দা। ভালো থাকুন ভালো লিখুন। প্রত্যাশা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আজ থেকে সব আসল হবে, দেখো
    তোমার আঙুল, জীবনবীণার তার
    কিন্তু কবির বদলে যাওয়া বাড়ি
    হাসপাতাল, না সংশোধনাগার?

মন্তব্য প্রধান বন্ধ আছে।