পলায়ন প্রবৃত্তি শেষে পুনরায় ফিরতে চাইলে
পাড়ার সীমাবদ্ধ বাতাস তার অনমনীয় অন্তরে
স্থান দিতে রাজী হয় না, পরদার আড়ালে
দাঁড়িয়ে ভূমির অগ্রগতির বয়ান দিতে থাকলে
পরদার ওপাড় জানায়
কালের পথে সেও হেঁটেছে, নিদারুণ যন্ত্রণার
শেষেও নিরবচ্ছিন্ন করেছে শ্বাসঘাত
একটা অনিয়ন্ত্রিত জীবন যখন প্রায়
স্থিত হতে শুরু করছে, অন্তরের মর্মবেদনা যখন
অভ্যন্তরীণ চিকিৎসায় সুস্থতায় রূপান্তরিত হচ্ছে
তখন রুক্ষ জলে কে সাঁতার কাটতে চায়
শীতকালের সাহসী শীত পরাহত করে
জীবন গড়িয়েছে উষ্ণ আবহাওয়ায়, হলদে পাতার
পরে কচি সবুজ উঁকি দেয়া ডালে সূর্যের আঘাত
নতুন সময়ের আভাস দিলে কে মাড়াতে চায়
সংসারের পুরনো কাসুন্দি… বরং এই জীবন কাম্য হউক
প্রত্যাখ্যাত হওয়ার বেদনা তারও অনুভূত হউক
গ্রহমণ্ডলীর নকশায় চিরদিন শুধু পুরুষেরা
রাজ করবে এই চিন্তা এখানেই নিপতিত হউক
প্রত্যাখ্যাত হওয়া মানেই অন্ত নয় এ বোধটুকু
জাগ্রত হলেই ডাঙার মানুষের সমমর্যাদায় পৌঁছান হবে
মানুষকে বেঁচে থাকতে হয়, মানুষের মতো করে…
মানুষকে বেঁচে থাকতে হয়, মানুষের মতো করে।
এখানেই অন্তর্নিহিত বেঁচে থাকার গল্প। সার্থক অথবা বিরহে। আনন্দ অথবা বেদনায়।
কবিতায় অনেক ভালো লাগা।
প্রত্যাখ্যাত হওয়া মানেই অন্ত নয় এ বোধটুকু
জাগ্রত হলেই ডাঙার মানুষের সমমর্যাদায় পৌঁছান হবে
মানুষকে বেঁচে থাকতে হয়, মানুষের মতো করে…
অনেক ভালো লাগা রইলো।
শুভেচ্ছা জানবেন
অনবদ্য লেখা