শূন্যতা

কাঠ ঠোকরার মত নির্জন সময়ে লিখে রাখি এপিটাফ
শূন্য জীবনে যোগ-বিয়োগের ফলাফল শুধু শূন্যই হয়
এখন আমার শূন্যতাই জীবন, শূন্যতাই সব
ভুল সঙ্গীতের দ্যোতনায় মলিন হয়েছে ভোর।

তোমার আকাশ পথে ব্যথাহীন নিঃশব্দ বাতাসের আনাগোনা
প্রচ্ছন্ন মায়ার বাঁধনে মুখ লুকিয়ে কাঁদে নিরূপায় জোছনা
ও পথে যেতে নেই ত্রুধ গর্জনে ছোটাছুটি করে অবাধ্য ভালোবাসা।

প্রিয়তা আমার, আঁধারশীতল রাতে শূন্য জীবন ভরে দিতে
দু’ঠোঁটে ছড়িয়ে দিও প্রত্যাশিত ওম।

7 thoughts on “শূন্যতা

  1. শূন্য জীবনে যোগ-বিয়োগের ফলাফল শুধু শূন্যই হয়
    এখন আমার শূন্যতাই জীবন, শূন্যতাই সব
    ভুল সঙ্গীতের দ্যোতনায় মলিন হয়েছে ভোর।

  2. ‘আঁধারশীতল রাতে শূন্য জীবন ভরে দিতে
    দু’ঠোঁটে ছড়িয়ে দিও প্রত্যাশিত ওম।’

    _____ কবিতায় চমৎকার সমাপ্তি। ভালো লিখেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. প্রিয়তা আমার, আঁধারশীতল রাতে শূন্য জীবন ভরে দিতে
    দু’ঠোঁটে ছড়িয়ে দিও প্রত্যাশিত ওম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।