ছুঁয়ে দিলে গুটিয়ে গেলে লজ্জাবতী
মনোহরী কাঁটাঝোপে ওড়না বিহীন
গুটালে কেন রেশমি চুলের জলাশয়ে
আমার কাছে রোদ্দুর আছে, তোমায় দেবো।
ঘাসের বুকে প্রজাপতির আলপনা
একটু দূরে কাশের নদী, অভিমানী
নদীর পাড়ে ছেলেবেলা, বৈঠা ঠেলা
আমার নদী তোমায় দেবো হে অরুণা।
পাঁজর হাড়ে রক্ত ঝরে ফোঁটায় ফোঁটায়
বৃষ্টি এসে রক্ত ধোয়ায় দুঃখ গ্রাসী
বসো খানিক ছায়াধামে, মনোনারী
পাঁজর হাড়ের পালক তোমার হাতে দেবো।
লজ্জাবতী তোমার বুকে আমায় পুরো
তোমায় দেবো আমার সকল খুদকুঁড়ো।
আপনার লিখায় কবিতার আদল খুঁজে পাই প্রিয় মকসুদ ভাই।
ভালো লাগে আপনার কবিতা। অভিনন্দন এবং শুভ সকালের শুভময় শুভেচ্ছা।
ভালো লাগার মতো একটি লেখা।
শুভেচ্ছা জানবেন