যেখানে বল

পাড়ার ক্লাব প্র‍্যাকটিস ডে বিকেল
রুমালি মাঠ বত্রিশ জন কী খেল!
সরু সরু পা গোলালু মুখ লকেট —
বুকে ঝুলছে, শট মারলো— রকেট

“গা ব্যথা হবে ছুটো না বাবা”: পিঙ্কি
কু গাইলি তো? নখ উলটে ফিনকি…
বল কুড়োতে হেবি ক্যাচাল উটকো,
ফ্রিকিক নিলো দুশোটা প্রাণ ফুচকোর

গোল কিপার কম শুনছেন কানে
চলবে, কিন্তু বিকাশ ট্রাকশানে
শিব রাত্তিরে ফ্রেন্ডলি ম্যাচ, ওমা —
চিনুদাও ডুব? লেখকটাকে নামা

ভাঙের সঙ্গে হাড্ডাহাড্ডি ধুতরো,
“ফেয়ার প্লে কাপ” জিতেছি ক্ষুদ্র!
বান্দা কেমন খেললো শুনবেই?
যেখানে বল সেখানে আমি
নেই…

4 thoughts on “যেখানে বল

  1. এটা সত্য যে এমন স্বতন্ত্র ধারার লিখন আমার আশেপাশের কবিকূল লিখেন না।
    আপনি সর্বদাই স্বতন্ত্র। চিন্তা এবং মননে। অভিনন্দন প্রিয় চন্দন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ আজাদভাই। ফুটবল খেলা নিয়ে এই ছড়াটা পড়লে আমার নিজেরও একটু হাসি পায় এখনও।

  2. ভাঙের সঙ্গে হাড্ডাহাড্ডি ধুতরো,
    “ফেয়ার প্লে কাপ” জিতেছি ক্ষুদ্র!
    বান্দা কেমন খেললো শুনবেই?
    যেখানে বল সেখানে আমি
    নেই… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।