মানুষের কাব্য

দেহের ঋণে বদলে যায় শরীরের পোষাক
শরীর চাইবে তাই রসদ যুগিয়ে যায় মন
খেজুর গাছে কোকিলের ঘরে বসে কাক
বায়ু বদলের লাগি কাক যায় দারুচিনি বন…

কোকিলের কণ্ঠে নেই মোহনীয় সেই সব সুর
খেজুরের কাঁটায় ফোটে বিষবৃক্ষের ফুল
বিষাদের রঙে পুড়ে সময়ের আড়ষ্ট দুপুর
মিইয়ে যাওয়া রঙে মানুষের দীর্ঘ হয় ভুল…

কারো কোন দায় নেই, নেই কোন মনস্তাপ
অন্ধকার হাতড়ে পৌঁছে না নদীর কিনার
সিগারেট পুড়ে যায়, পুড়ে না সময়ের পাপ
মানুষের মৃত আজ মৃত আজ স্মৃতির মিনার…

মৃতের কুণ্ডলী তলে যদি দেখো সজীব সবুজ
জেনো তবে পেয়ে যাবে না হারা মানুষের খোঁজ

2 thoughts on “মানুষের কাব্য

  1. মৃতের কুণ্ডলী তলে যদি দেখো সজীব সবুজ
    জেনো তবে পেয়ে যাবে না হারা মানুষের খোঁজ
    – ভালো লাগা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।