প্রবাসী কথন -৮

ঝরছে তুষার খোলা আকাশ থেকে
আকাশ বুঝি দিলো খুলে আগল
এই আকাশে বরফ ঝরেই শুধু
ওই আকাশে ঝরতো চোখের জল

আহা! এমন চোখের জলে
হয় না এখন স্নান
হয় না এখন পাখি মনের
মান বা অভিমান

সবকিছুই খোয়া গেছে
হারিয়ে গেছে সব
বরফ ডাঙ্গায় আছড়ে মরে
পাখির কলরব

উড়তো পাখি বৃষ্টি জলে
কান্না হলে সারা
বৃষ্টিকথা খুইয়ে গেছে
দেয় না কেউ আর তাড়া

জল ভুলেছে সে সব পাখি
কোথায় পাবে জল
জল নিয়েছে অচেনা সব
বরফকুচির দল…

ঝরছে তুষার আকাশ থেকে
হচ্ছে সফেদ মাটি
খিল আঁটকে একলা পাখি
বন্ধ হাঁটাহাটি…

2 thoughts on “প্রবাসী কথন -৮

  1. প্রবাসী কথন নিঃসন্দেহে একটি অনন্য ধারাবাহিক।
    অভিনন্দন প্রিয় মকসুদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আমার কাছে অনেক ভাল লাগছে আপনার এই প্রবাসী কথন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।