আপনাদের মঙ্গল হোক তবে!
নমো! নমো!
এ যাত্রায় প্রাণ ফিরে এলো
অবিনশ্বর ব্যথায় চোখ বুজে আসে
আমার বুঝি মৃত্যু হয়েছিল!
এ পোড়া শহরের গর্ভে
পাশাপাশি দাড়িঁয়ে রঙিন ফ্ল্যাটবাড়ি
বিদেহী আত্মাদের জন্য টুকটাক আয়োজন
মন্ত্র উচ্চারণের প্রয়োজন নেই!
পুরোহিত! প্রস্রাব ঢেলে দাও
গড পার্টিকল এ মিশে যাওয়ার আগে
আমি সুই – সুতো নিয়ে বসে আছি
এমন সেলাই মেরে দেবো যে
মৃত্যু তো দূরে থাক!
নমো! নমো! বলে ঈশ্বরও দেবে দৌড়।
লিখাটি খুব বেশী কনসেন্ট্রেটেড। শুভ সকাল প্রিয় কবি মোকসেদুল ইসলাম।
শুভ সকাল মুরুব্বী। কবিতাটি অনেকেই হয়তো বুঝতে পারে নাই অনেকে এর ভুল ব্যাখ্যাও দিয়েছে ইনবক্সে। নাকি আমি বুঝাতে পারি নাই কে জানে
গড পার্টিকল এ মিশে যাওয়ার আগে
আমি সুই – সুতো নিয়ে বসে আছি
এমন সেলাই মেরে দেবো যে
মৃত্যু তো দূরে থাক!
নমো! নমো! বলে ঈশ্বরও দেবে দৌড়।
ওরে বাবা !! ভয় পেয়েছি ।
কবিতা ভালো হয়েছে আপনার । শুভকামনা রইলো ।
শুভ সকাল আপা। ধন্যবাদ