শীতের প্রস্থানে…

শীতের পরে সবুজ পাতায়
ভরছে গাছের ডাল
হিম তাড়িয়ে এসে গেছে
উষ্ণ বায়ুর কাল

আসছে গরম হল্কা বাতাস
সার্টের বোতাম খোলা
শীত নেই তাই খুল্লো ফেলে
পরত যে পরচুলা…

যে রমনী শীতের জ্বালায়
শরীর দিত ঢাকা
উষ্ণ হাওয়া পেয়ে সে যে
দিচ্ছে গতর ঝাঁকা

শীতের জ্বালায় খোকাখুকু
ক্যাথার নীচে ঘুম
ঘুম কেড়েছে দুরন্ত সব
তপ্ত হাওয়ার ধুম

শীত গিয়েছে শীতের বাড়ি
গরম দেখায় দাপট
শীত ঝেড়ে উঠছে জেগে
শতবর্ষী বট…

2 thoughts on “শীতের প্রস্থানে…

  1. শীত গিয়েছে শীতের বাড়ি
    গরম দেখায় দাপট
    শীত ঝেড়ে উঠছে জেগে
    শতবর্ষী বট… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।