বাতায়নে একা

1 (7)

বাতায়নে ভাবি বসে একা
হবে কি আবার দেখা
সেদিন দেখেছি শিউলি তলায়
দাঁড়িয়ে ছিলে তুমি একা।।

যদি জানতে মনের কথা
তবে ভাবতে বসে আনমনে একা
আমি ভেবেছি তোমার কথা
আবার যদি হয় দেখা।।

শুধু ভেবেছি বসে সে দিন
কেন ভালবেসেছি বলিনি তোমায়
চিঠি লিখেছি মনে মনে
কাগজে হয়নি লেখা।।

8 thoughts on “বাতায়নে একা

  1. খুব সুন্দর গানের লিরিক —

    চিঠি লিখেছি মনে মনে
    কাগজে হয়নি লেখা।।

    শুভেচ্ছা রইল প্রিয়।

    1. শুভেচ্ছা প্রিয়! আসলে সাথে কাগজ কলম ছিল না তাই কাগজে লিখতে পারিনি। ভুল বুঝবেন না। আবার ঠিকই লিখব।

  2. চিঠি লিখেছি মনে মনে
    কাগজে হয়নি লেখা।।

    কম্পিউটারে লিখেছিলেন!!

    1. গানের কথাগুলি যথারীতি ভালো মানের বলে আমার মনে হয়েছে।

    2. আরে না ভাই সেযুগে কুম্পিটার ছিলই না!

  3. নিশ্চয়ই দেখা হবে প্রিয় বন্ধু। কবিতার সারল্য মনকাড়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. হ্যা, নিশ্চয়ই দেখা হবে। আমিতো সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।