কসম

আমি রোদ চশমা পরি না
সূর্য সখ্যতার ওয়াদা
লাভার তাপে গলিত হবো না

একবার যাচাই করে দেখো
ঘোরান্ধকারেও অস্থির হই না
ভোরে আমি ঠিকই পৌঁছাই

আটলান্টিক পাড়ি দিয়েছি কয়েকবার
ঝঞ্ঝা ক্ষুব্ধতায় দক্ষ নাবিকের মত
তরি অবশ্যি পাড়ে ভিড়াব

যতই উপরে উঠি ক্ষুদ্র হতে থাকে পাহাড়
জেনে রাখো স্পৃহায় পদানত হয় এভারেস্ট
তোমাকে জয়ী করার স্পৃহা করেছি লালন

একটু তরলায়িত হয়ে হৃদয়ে ঢুকো প্রিয়
অশুভ তাড়াতে পরশুরামের কুঠার হবো…

1 thought on “কসম

  1. কসম এর জয় হোক প্রিয় কবি মকসুদ ভাই। শুভেচ্ছা রাখি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।