সব কথা শেষ করে দিতে পারি
অহর্নিশি বলে বলে বলে,
অথবা কিচ্ছুটি না বলেই
নিমেষেই কেটে দিতে পারি সব কথার শিকড় ।
কথারা শষ্য দানার মত
উর্বর হয় যবে মনের জমিন
অনুকুল আলো, হাওয়া, জলে,
কথারা শেকড় ছাড়ে
হৃদয় অতলে ।
এবং কথার গাছ ডাল পালা নিয়ে
বেড়ে ওঠে কচি, গাঢ় সবুজে সবুজে ।
কথারা মৃত হয়ে যায়
ঝরে পড়ে শীতের শুস্ক পাতার মতন
তখনও মর্মর ধ্বনী বাজে বুকের ভিতরে,
তবে সব ধ্বনি কথাতো নয়
কথা গাছ মরে গেলে কথারা বাড়েনা আর
শুধু থেকে যায় এক বিপন্ন প্রশ্ন চিন্হ
অব্যক্ত বিস্ময় নিয়ে
হৃদয় গভীরে !
১০ ডিসেম্বর, ২০১৬
শুধু থেকে যায় এক বিপন্ন প্রশ্ন চিহ্ন
অব্যক্ত বিস্ময় নিয়ে
হৃদয় গভীরে !
__ তারপরও কী আর কথা থাকে কবি !! তারচে নিমেষে কেটে যাক সব কথার শিকড়।
সেই ভালো মুরুব্বী ভাই । নাহলে প্রশ্ন চিহ্নরা বিপন্ন করে তুলে জীবন । ক্ষয়ে ক্ষয়ে যেতে হয় অব্যক্ত বিস্ময় নিয়ে !
শুভ কামনা মুরুব্বী ভাই !!!
বর্ণনা হৃদয়াকর্ষক এবং যেন অনবদ্য যুতসই লিখা।

অনেক ধন্যবাদ শাফি উদ্দীন ভাই !