রোমেল চাকমা…

পাহাড় পাড়ে যারা থাকে
ওরা মোদের দেশী না
থাকতে দিছি দয়া করে
তাই বলে তো খেশি না

তারা যদি আমার মতো
নিজকে ভাবে জনগণ
আমার মতো অধিকারের
থাকে যদি তাদের পণ

আমি সেটা মানব কেন
তারা কেন সমান হবে
সেকেন্ড ক্লাসই যোগ্য তাদের
এতে তাদের প্রমাণ রবে

বাড়াবাড়ি করলে তারা
একটু খালি দাবড়ে দেবো
দেশের প্রেমিক আর্মি আছে
দেখিয়ে তাদের ঘাবড়ে দেবো

মরলো নাকি চাকমা রোমেল
পুড়েই বোধহয় অক্কা পেলো
একটা দুটা মরলে কি হয়
দেশটা তো ভাই রক্ষা পেলো

দেশ রক্ষা করতে হবে
সহজ নয় এ রান্না জেনো
পাহাড়িরা মানুষ তো নয়
তাদের নিয়ে কান্না কেন…

3 thoughts on “রোমেল চাকমা…

  1. পাহাড় বা সমতল … বসবাসকারী সকলের মধ্যেই থাক অসামান্য ভ্রাতৃত্বের বন্ধন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. বুকের ভিতরটা কেঁপে উঠলো !
    পাহাড়ি বাঙালি সম্পর্ক হোক সৌহার্দপুর্ন ।
    ধন্যবাদ কবি এমন মর্মস্পর্শী কবিতার জন্য ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।