নব বর্ষের উদত্ত আহবান।
প্রেম প্রীতি থাক অফুরান।
মুছে যাক ক্ষোভ জ্বালা অপমান।
লোভ,মোহ,হিংসা হোক অবসান।
এসো হে বৈশাখ,ঘূর্নিতে তোল ঐক্যের তান।
বার বার নিয়ে এসো জীবনের জয়গান।
6 thoughts on “শুভ নব বর্ষ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নব বর্ষের উদত্ত আহবান।
প্রেম প্রীতি থাক অফুরান।
মুছে যাক ক্ষোভ জ্বালা অপমান।
লোভ,মোহ,হিংসা হোক অবসান।
এসো হে বৈশাখ,ঘূর্নিতে তোল ঐক্যের তান।
বার বার নিয়ে এসো জীবনের জয়গান।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
প্রাণে বাজুক বৈশাখী মাদল। শুভ নববর্ষ আপা।
উদাত্ত আহ্বান, হৃদয়ছোঁয়া আহ্বান, চিত্তাকর্ষক আহ্বান। অনেক, অনেক দোয়া র’লো ছন্দ হিন্দোল।
সালাম ,
নববর্ষের শুভেচ্ছা আপনাকেও,
অপার শান্তি স্বস্তিতে কাটুক প্রতিটি ক্ষণ
মহানের দরবারে এই কামনা
দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
হাই হ্যালো।
মেলায় যাইরে মেলায় যাইরে
বাসন্তী রঙের শাড়ি পরে
ললনাদের রেহাই নাই
মেলায় যাইরে, মেলায় যাইরে।
অ বাসন্তী আয় যাইগা।
( আমি একটা বাজে লোক, আমার কথার মূল্য দিয়েন না)
আপনার কল্যান হোক।
নববর্ষের শুভেচ্ছা আপনাকেও
শুভ হোক প্রতিটি কাজ,জুড়িয়ে যাক প্রাণও