নতুন শহর-১
(শেফিল্ডের প্রথম রাত)
নতুন শহরে খোলস খোলে গড়াগড়ি খাব
এতোদিন যা পুঁজিপাটা জড়ো করেছিলাম
তা বিলাবো বলেই সঙ্গে এনেছি, ঐ মাটিতে
পোঁতে রাখা নাড়ী সুড়ঙ্গ খুঁড়ে এ মাটিতে
মিতালী পাতাবে, যোগসুত্রতা তৈরি হবে
দীর্ঘ দিনের পরে আমিও আমাদের যৌথ
চলা নতুন পথের দিকে ধাবিত হবে এই
ভাবনায় বুকের বল্কলে লিখে রাখি আগত
দিন। পথের অপর প্রান্তে বিরাম। পাড়ি দিতে
পারলেই দুই আকাশ এক হয়ে মিলে যাবে…
নতুন শহরের নতুন ঠিকানা নতুন সব স্মৃতির স্বাক্ষর বহন করুক প্রিয় মকসুদ ভাই।
ভালো থাকুন। শুভ সকাল।