অ-শুচির জন্য
সুচির পাতে নরমাংস
খাচ্ছে শিশুর ঝোল
সুশ্রী মুখে মাখছে পালিশ
বাঁধছে সুখে চুল
সুশ্রী কোথায় অসুর নারী
আঁধার তাহার বুক
নারী শিশুর রক্ত খেতে
পিচাশটা উন্মুখ
শান্তি মালা তার গলাতে
ঝুলবে হয়ে ফাঁসি
এই দৃশ্য দেখব বলে
হাতে নিয়ে বাঁশি
দাঁড়িয়ে আছি দেখব বলে
মগ রাজ্যের কাকী
কুকুর হয়ে মরে গেছে
মল শরীরে মাখি…
দুঃখজনক একটি অধ্যায়ের জগতে যেন আমরা বাস করে চলেছি।
এই সমস্যা হবে আমাদের জীবনের বিষফোঁড়া। উত্তরণ কি আদৌ সম্ভব !! মনে হয়না।