এ জগত সমুদ্রের সৈকতে

এ জগত সমুদ্রের সৈকতে

এ জগত সমুদ্রের সৈকতে
অস্তিত্বের প্রকাশ যেন চমকাতে চমকাতে;
অন্তরে স্বপ্ন জাগে সন্তর্পণে
ভরে উঠে জীবন অলংকারে, গানে গানে।

হাজারো বন্ধন বাঁধনে জড়ায়
লাগে কই মুহূর্ত সময়ে সবই হারিয়ে যায়;
শত বিচিত্র বৈচিত্র্যে ধাবমান
আয়োজন প্রচেষ্টা হৈহুল্লোড় শেষে প্রস্থান।

মাথায় বিশাল মুক্ত আকাশ
শেষে আনকা দুর্বিপাক, পতন, দীর্ঘশ্বাস;
গগনের পেট চিড়ে বজ্রাঘাত
বৃক্ষ উঁচু উঁচু, খিলখিল হাসি দৈবাৎ কাত।

হৃদয় বুকে যত শত আঁকিবুঁকি
প্রেমপত্র স্বপ্ন ছবি সবই যেন তবে ফাঁকি।
ডুবে বিকেলে সোনার লাল বল
বাহুবল ঔদ্ধত্য গর্ব সবই ছিল নিছক ছল।

বেড়ে উঠলে মায়ের কোলে পিঠে
আবারও আটকা চিরতরে বদ্ধ প্রকোষ্ঠে।
যতই পথ অতিক্রান্ত, দূর বহুদূর
হতেই হবে বন্দী, যেথা আঁধার ঘন ঘোর।

3 thoughts on “এ জগত সমুদ্রের সৈকতে

  1. ‘হাজারো বন্ধন বাঁধনে জড়ায়
    লাগে কই মুহূর্ত সময়ে সবই হারিয়ে যায়;
    শত বিচিত্র বৈচিত্র্যে ধাবমান
    আয়োজন প্রচেষ্টা হৈহুল্লোড় শেষে প্রস্থান।’ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।