শেষ বিকেলের ভাবনা…
বয়স হচ্ছে পাকছে চুল
হচ্ছে সাদা গোঁফ
তুলশী তলায় জ্বলছে বুঝি
সন্ধ্যা বেলার ধূপ
আসছে আঁধার কমছে জ্যোতি
চশমা পড়া চোখ
পারাপারের সময় কবে
জানতে মন উৎসুক
হাঁটার গতি কমে গেছে
ক্লান্ত শরীর মন
কে আছে আর সাঁঝের বেলা
করিবে যতন…
সময় বুঝি ফুরিয়ে গেছে
ফুরিয়ে সময় যায়
শেষের বেলা কেউ কি আছে
বাঁধিবে মায়ায়
কেউ কি আছে হাতটা ধরে
বলবে এসে যাচি
ভয় পেয় না যাবার বেলা
সঙ্গে তোমার আছি…
জীবন। শেষ বিকেলের জীবন ভাবনা সার্থক হোক প্রিয় মকসুদ ভাই। শুভেচ্ছা।