স্পর্ধিত পুরুষ

স্পর্ধিত পুরুষ

নিয়তির সাথে যুগল যুদ্ধে
তাকে পরাস্ত করেছি

পাথরের পাহাড়ে দুধের নহর খুঁজতে
পূর্ব পুরুষদের পথ অবলম্বন প্ররোচনা
দিলে নিজস্ব ছাপ রাখার কাঙ্ক্ষা
ভিন্ন পথের সন্ধানে পাঠায়

জয়ের জন্য জীবনের বাজী নতুনত্ব নয়
আবহমান কালে ঘটনার গুরুত্ব থাকলেও
সমকালে রক্তের বদলে মুক্তিই
কাম্য, অধিকার আদায়ের জন্য
অঘুম রাত্রি অনায়াসে পাড়ি দেয়া
যায়। সূর্য করায়ত্ত বিদ্যা অনেকেই জানে না
সমুদ্রের ঢেউয়ে সূর্যকে বেধে দিতে পারাকেই
স্পর্ধা ভাবি। এমন স্পর্ধা তাঁর ছিল
মন্থনের সমুদ্রে তাঁকে পেয়েছি
বিশালতায় পর্বতকে ক্ষুদ্র হতে দেখেছি

ব্যতিক্রমী কিছুর জন্য গাছের পাতারাও
ব্যকুল থাকে, সীমান্ত পাড়ি দেয়া
বীর যখন বীর দর্পে ফিরে পৃথিবীর
তাবৎ বীর তাঁকে ছুঁয়ার জন্য প্রতিযোগিতায়
নামে, প্রান্তরে এসব বীর কালেভদ্রে
একবার আসে। বৃষ্টির জন্য প্রার্থনার পরে
অঝোর ধারা বুকের অন্ধিসন্ধি ভিজিয়ে
দিলে প্রকৃতি বুজে নেয় নত হওয়ার সময় এখনই
তাঁর কাছে নত হতে লজ্জা নেই বরং
তাঁর পায়ের ধূলায় গৌরব লেগে আছে

তিনি একবার এসে দাঁড়িয়েছিলেন আমাদের প্রান্তরে
তাঁকে চির জনমের মতো হৃদয়ে সমাহিত করেছি…

2 thoughts on “স্পর্ধিত পুরুষ

  1. 'তাঁর কাছে নত হতে লজ্জা নেই বরং
    তাঁর পায়ের ধূলায় গৌরব লেগে আছে ' … হে জাতির পিতা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।