বিজয়ের পদাবলি

বিজয়ের পদাবলি

হিমের নগর এসো, এসো ঘুমের ঘোরবিন্দু
তোমাকে জড়াই- শীতে, এই পাখিগৃহে
চাঁদের প্রদাহ দেখে লিখে রাখি আরও কিছু গান
যেভাবে সমুদ্র শিখে নিজ প্রিয় নাম-আমূল বিরহে ।


দু’চোখের পাতা জুড়ে থাকো স্মৃতি, তন্ময় হয়ে
বলার কিছুই নেই- নিঃশ্বাসে নীল প্রজাপতি
বেঁচে থাকে দম নিয়ে। বিলিয়ে দেয় হলুদ কারুজ
প্রাণ মানেই একা যাত্রী- বিরহের বেঘোর স্থপতি।


আলোর সন্ধানে এসে পদাতিক সবুজের সাথে
হেঁটে যাও বহুপথ- যে পথে বীরের আঙুল
দেখিয়েছে উচ্চতার ছায়াঘেরা সূর্য-নিশানা
শোধ করো সেই ঋণ, ছড়িয়ে দিয়ে লাল ফুল।

2 thoughts on “বিজয়ের পদাবলি

  1. 'আলোর সন্ধানে এসে পদাতিক সবুজের সাথে
    হেঁটে যাও বহুপথ- যে পথে বীরের আঙুল
    দেখিয়েছে উচ্চতার ছায়াঘেরা সূর্য-নিশানা
    শোধ করো সেই ঋণ, ছড়িয়ে দিয়ে লাল ফুল।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।