গদ্য তলা – ১

চাপা ক্রোধে ডুবে আছি। নির্জনে। অধম মনে। অক্ষমতা মেনে গুটিয়ে নিয়েছি হাত।
ফিরে যাইনি আর -গহন লাগা মহুয়া বনে। বইছে শোকের লগন। ক্রান্তি… অধীর তুষার প্রপাত। অবিশ্রান্তির নয়নে নিভৃতের ক্ষরণ, গ্লানি ভার, সজল রাত। যেখানে ঘুমিয়েছে আমার
পূর্ব পুরুষ, যেখানে ঝিমিয়ে পড়ে দিগন্ত, যেখানে নদী ধারণ করে নিরঙ্কুশ দীর্ঘশ্বাস! সেখানে
জমে উঠেছে হায়েনার জুলুস! উলঙ্গ নৃত্য! নগ্নতার উত্থানে মরণ খুঁজে প্রাচীন বালিহাঁস!

দা উ দু ল ই স লা ম ।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “গদ্য তলা – ১

  1. বেশ লাগলো। তবে লেখাটি বেশ শক্ত করে তৈরি হয়েছে মনে হয়। আরো সহজ চাই কবি দা। :) 

  2. 'জমে উঠেছে হায়েনার জুলুস! উলঙ্গ নৃত্য!

    নগ্নতার উত্থানে মরণ খুঁজে প্রাচীন বালিহাঁস!'

    ___অসাধারণ পংক্তি আর প্রচ্ছদের ব্যবহার। গ্রেট জব স্যার। বিনীত সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।