সাংসারিক কবি…
লোকটা গৃহস্থালিতে সুনিপুণ
আলু ক্ষেত্রের আগাছা নিধন, নিম পাতার
ঔষধি গুণ তার জানা
লাঙ্গলের ফলা কতটুকু
দাবানো প্রয়োজন, পরিমিত পানির প্রবাহে
ফসলি মাঠ কতটুকু উর্বর হয়
ঠিক জানে সে, প্রসূতি মায়ের পরিচর্যা
অন্তে গোয়ালের গোবর সংরক্ষণ
তার নিত্য দিনের কাজ
স্কুলগামী সন্তানের জুতার ফিতা
বৃদ্ধ বাবার আয়েসি হুক্কা
সঠিক সময়ে সামনে এগিয়ে দেয়
ভোরের প্রান্ত শেষে নিজ কর্মের জন্য
প্রস্তুত হতে হতে হঠাৎ উদাসী মন
নিজেকে প্রকাশে ব্যাকুল হলে,
কলমের নিবে অক্ষর
উদগিরনে লোকটা মশগুল হয়ে পড়ে
লোকটা কবিও বটে, কবিতাক্রান্ত
হওয়ায় কর্মের দেরী
তার ধাতে নেই… বরং
উদাসীনতায় ভাসা স্থগিত রেখে সংসারধর্ম
পালনকেই লোকটা অগ্রাধিকার দেয়…
লোকটা প্রকৃত কবি, সাংসারিক কবিতায়
প্রতিদিন নিজেকে ঝালাই করে
মাছের বাজারে লব্ধ অভিজ্ঞতা
কবিতায় রূপান্তরিত হলে
কালজয়ী শিল্প হতে পারে বলে
আমাদের ধারনা, লোকটা
মাছের, আলুর, নিমের, পুত্রের
ফিতার, বাবার, হুক্কার, লাঙ্গলের
প্রসূতি মায়ের কবিতা লেখে
অর্থাৎ আমাদের প্রতিদিন যাপনের
কবিতা লেখে, লোকটা আমাদের কবি
কবিতার জন্য তাকে ধ্যানে বসতে হয় না
গরুর গোয়ালেই কবিতা পেয়ে যায়,
ফসলি মাঠ অনায়াসেই কবিতায় ধরা দেয়…
লোকটা সময়ের কবি, সংসারের কবি
সংসার কর্ম অন্তে ঘুমের বিছানায়
উৎকীর্ণ লোকটা আমাদের কালের শ্রেষ্ঠ কবি…
উৎকীর্ণ লোকটা আমাদের কালের শ্রেষ্ঠ কবি…
সাংসারিক কবি। জীবন চরিত লেখা।