প্রিয় কবি জীবনানন্দ

আমার উঠোনে নেই কলমী শালিক
তারা জীবনানন্দের মর্জির মালিক
গাঙ ফেরা মরা চাঁদ মুনিয়ার বেশে
আমাকে শালুক ফুলে গেছে ভালোবেসে।
আমার তাই সাতটি তারার তিমির
গোলপাতা ছাউনিতে ঝরিয়ে শিশির
মনন সমৃদ্ধি আঁকে বনলতা সেন
আমি করি সেই ভাবে ভাব লেন দেন।

মুখ ফিরিয়ে বাংলা, রূপসী হয়েছে?
সৃষ্টির মনের কথা দ্বেষ রেখে গেছে;
আমিও সুরঞ্জনাকে পাই না যে খুঁজে
সে যে ঝরা পালকের পাণ্ডুলিপি গুঁজে
গোধূলির ছায়াপথে দেখে অমানিশা;
আমিও প্রিয় কবির প্রেমের বিদিশা।

4 thoughts on “প্রিয় কবি জীবনানন্দ

  1. প্রিয় কবি জীবনানন্দ এর সৃষ্টি বাংলা সাহিত্যের অমর গাঁথা। সেই প্রিয় কবি'কে ডেডিকেশন এক কথায় অসাধারণ। শুভ সকাল প্রিয় মানুষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।