ব্লগবুক অণুলিখন ৭২

‘বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে. আভরণে আজি আবরণ কেন তবে …
ভালোবাসা যদি মেশে আধা-আধি মোহে.
আলোতে আঁধারে দোঁহারে হারাব দোঁহে।’

বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে,
আভরণে আজি আবরণ কেন তবে।।
ভালোবাসা যদি মেশে আধা-আধি মোহে
আলোতে আঁধারে দোঁহারে হারাব দোঁহে।
ধেয়ে আসে হিয়া তোমার সহজ রবে,
আভরণ দিয়া আবরণ কেন তবে।।
ভাবের রসেতে যাহার নয়ন ডোবা
ভূষণে তাহারে দেখাও কিসের শোভা।
কাছে এসে তবু কেন রয়ে গেলে দূরে—
বাহির-বাঁধনে বাঁধিবে কি বন্ধুরে,
নিজের ধনে কি নিজে চুরি করে লবে।
আভরণে আজি আবরণ কেন তবে।।

প্রেম। গীতি কাব্যের স্রষ্টা শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর।
________________________________________

দোঁহা অর্থ, দোঁহা সংজ্ঞা : অপভ্রংশে ও মধ্যযুগের হিন্দিতে প্রচলিত ছন্দোবিশেষ অথবা উক্ত ছন্দের দুই চরণবিশিষ্ট পদ (কবিরের দোঁহা)। [হি. দোহা < সং. দ্বি]। দোঁহা2 [ dōm̐hā2 ] সর্ব. (ব্রজ.) দুইজন, উভয়। [সং. দ্বি]। দোঁহার, দোঁহাকার, সর্ব. বিণ. (ব্রজ ও কাব্যে) দুজনের, উভয়ের (দোঁহাকার মন)। দোঁহে সর্ব. (ব্রজ. ও কাব্যে) উভয়ে ('দোঁহারে দেখিছে দোঁহে')। ___ বিষয়গুলোন যথেষ্ঠ কঠিন;
তাই অভিধান থেকে নেয়া।

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

10 thoughts on “ব্লগবুক অণুলিখন ৭২

  1. অসাধারণ বন্ধু অসাধারণ। ছোট কথা গুলো ভালই লাগে আমার কাছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ধন্যবাদ প্রিয় শব্দ বন্ধু রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gif

  2. আপনার উপস্থাপন গুলো সত্যিই ভিন্ন।

    1. শব্দ বিস্তার এখন আর আসে না স্যার। এই কারণে গতানুগতিক ভুলে সীমাবদ্ধ হয়ে গেছি মি. একজন নিশাদ। ছাইপাশ যাই হোক এভাবেই পাশে থাকি। :)

  3. আপনার অণুলিখন সত্যি অসাধারণ। খুব ভালো লাগে

    1. অশেষ কৃতজ্ঞতা প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সহমত মি. সাইয়িদ রফিকুল হক। ধন্যবাদ। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।