খাতার পৃথিবী
ছুঁয়ে দিলে অভিমানী হাত
আমি প্রতিবিম্ব ধারণ করি
আর পাঠাই নিরুদ্দেশ সংবাদ।
দৈবাৎ দ্বি-প্রহরে কমলার ঝুড়ি
নিরামিষ মাংসের স্বাদ, ভাত ঘুম
অর্গল অতিথি লিখে খাতার পৃথিবী।
পুনরায় হেঁটে গেলে ফুরানো রাস্তায়
ব্যর্থ পরিহাসের ঘিঞ্জি পৃষ্ঠা
আঁকড়ায়, পদচিহ্ন কর্কট সারায়।
ইশারায় ডাকে সুদৃশ্য চাদর
অস্তিত্বের ডালে বসে লক্ষ্মীপেঁচা
সহায় বাতাস চাখে মায়ের আদর।
সুন্দর কবিতা প্রিয় মকসুদ ভাই।
পরিচ্ছন্ন কবিতা।
শুভেচ্ছা। আমার এই শুভেচ্ছার প্রতি-উত্তর পাবো না জানি তারপরও শুভেচ্ছা।
সুন্দর।
পড়লাম আবু মকসুদ ভাই।