পনেরোই আগষ্ট

একদিন ঘোর সন্ধ্যায়
একদল বাজ তাণ্ডব ঘটিয়ে…

সন্ধ্যায় সূর্য বিশ্রামে যায় বটে
ভোরে কে রুখে তাঁর গতি

বাজের উল্লাস স্তিমিত হলে
নতুন আলোয় চারদিক আলোকিত হয়

আলোকের এই ঝর্ণাধারা
প্রমাণিত সত্যের মতো

সূর্যের কোন ক্ষয় নাই, অক্ষয়
জীবনের পথে সে হেঁটেছে

অবিনশ্বর সময়ের পাড়ে তাঁকে
খুঁজতে হয় না, সে প্রকাশিত

আপন মহিমায়, ঈশ্বরের মতো
উজ্জ্বাল্য ছড়িয়ে সে প্রকাশিত

সেই সব শকুন নিশ্চিহ্ন হয়েছে
জুতা উৎসবের পরে তাদের

দেহ বিসর্জিত হয়েছে পুরানো
টাট্টিখানায়, এখন সেখানে নির্মিত

বেশ্যাদের শৌচাগার, উপযুক্ত
সমাধিতে শকুনেরা শ্বাস নেয়

নিয়তি কিছুই ভুলে না, ফিরিয়ে দেয়
বাজ শকুন এ থেকে শিক্ষা নিতে পারে

7 thoughts on “পনেরোই আগষ্ট

  1. আপন মহিমায়, ঈশ্বরের মতো উজ্জ্বাল্য ছড়িয়ে সে প্রকাশিত আজও শেখ মুজিবর রহমান। 

  2. আমাদের জাতির পিতা আমাদের অন্তরে থাক আজন্মকাল। 

  3. আলোকের এই ঝর্ণাধারায় প্রমাণিত সত্যের মতো তুমি হে জাতির জনক। 

  4. পনেরোই আগষ্ট হোক বাঙ্গালী জাতির ঘুরে দাঁড়াবার দিন।

  5. আসুন আমরা জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শোককে শক্তিকে রূপান্তরিত করি। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।