বুঝেও বুঝিনি অপেক্ষার প্রহর স্মৃতি হলে সব থেকে দামী হয়। সেই পথে আমরা হেঁটে চলেছি স্বপ্নলোকের গন্তব্যে। কিছু বিষয় থাকে যা সর্বদাই মানুষ ভালোলাগা থেকে মনে রাখে, ঠিক তেমনি একটি কাজ সবার সাথে শেয়ার করা গেলে মন এমনিতেই আনন্দে মেতে ওঠে। আমার আলোকচিত্রের তৃতীয় পর্বে স্বাগতম।
7 thoughts on “আমার আলোকচিত্র – ০৩”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অভিনন্দন বন্ধু মি. খেয়ালী মন।
অসাধারণ সব ছবির সমাহার। আগের দুটি পর্বের ছবি গুলোও ছিলো চমৎকার।
আপনার প্রত্যেকটি আলোকচিত্র আমার কাছে অসাধারণ লেগেছে।
কয়েকটা ছবি নিয়ে গেলাম খেয়ালী মন ভাই। খুবই সুন্দর হয়েছে পোস্টখানা।
আমাদের শৈশব প্রিয় মন দা।
দারুণ সব ছবি।