বিপদ যদি আসে!

রাখাইনবাসী আশ্রয় পেলো
সোনার বাংলাদেশে,
কাশ্মীরা হয়তো যাবে
পাকিস্তানে শেষে!

আমরা কোথায় যাবো বন্ধু
বিপদ যদি আসে?
হয়তো যেতে হবে
বঙ্গোপসাগর জলে ভেসে!

বৌদ্ধরা মারছে মিয়ানমারে
দেখছি নির্বিচারে,
খ্রীষ্টানেরা আফগানী মারে
প্রকাশ্যে দিন দুপুরে!

ফিলিস্তিনিদের রক্তে ইহুদী
নিত্য গোসল করে,
ভারতবর্ষে মুসলিম মরছে
হিন্দুর অত্যাচারে!

ভাইয়ে মারছে ভাইকে আমার
সোনার বাংলাদেশে,
সাগর জলেই ভাসতে হবে
বিপদ যদি আসে!

12 thoughts on “বিপদ যদি আসে!

  1. বিপদ যদি আসে? এখন তো এই আতংকেই থাকতে হবে আমাদের। বিপদ সন্নিকটে। :(

    1. আতংকিত হয়ে কি পরিত্রাণ পাওয়া যাবে শ্রদ্ধেয়? বরং সমাধানের প্রচেষ্টাই উত্তম। ভালো থাকুন সুপ্রিয় মুরুব্বী।

  2. দেশের বিপদ আর অপেক্ষমান নয়; ঘারের উপর নিঃশ্বাস ফেলছে। 

    1. আমরা সবাই বুঝেও না বোঝার ভান করে আছি। ব্যক্তি স্বার্থে রসাতলে যাচ্ছে সব। নির্মম বাস্তবতার সম্মুখীন হতে হবে আমাদেরকে, গোটা জাতিকে। সেদিন আর পেছনে ফেরার উপায় থাকবে না। ভালো থাকুন মিস আফরিন।

  3. বিপদ যদি আসে কথার জায়গায় বিপদ এসে পড়েছে এখন মোক্ষম জবাব দিতে হবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Rant.gif.gif

    1. কিভাবে জবাব দিবেন মিঃ আহমেদ। যাদের দেবার কথা তাঁরা তো দিবেই না আর আপনি আমি প্রতিবাদ গড়ে তুললে তাও কঠোর হাতে দমন করা হবে। সয়ে যেতে হবে আজীবন এ যন্ত্রনা পুরো জাতিকে। শুভ কামনা আপনার জন্য।

       

       

  4. বিপদে মা না গরম করে ধৈর্য্য আর বিচক্ষন্নতার পরিচয় দিতে হবে। বাংলাদেশের জন্য ভয়ানক বিপদ অপেক্ষা করছে। 

    1. ভিনদেশী হয়ে আপনি বুঝলেন দিদি। আমি বোঝাতে পারলাম না এ দেশের মানুষকে, এমন কি ঘরের মানুষকেও না। আমি ব্যর্থ! ভালো থাকুন দিদি। ধন্যবাদ আপনাকে।

    1. বিপদে তো পড়েই আছি। আগুণ লেগে আছে। দাউ দাউ করে জ্বলা আগুনের থেকে নীরবে জ্বলা আগুণ ভয়ংকর গো দাদা! ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে।

  5. ভাইয়ে মারছে ভাইকে আমার
    সোনার বাংলাদেশে,
    সাগর জলেই ভাসতে হবে
    বিপদ যদি আসে!

    বিপদ তো অনিবার্য হয়ে দেখা দিয়েছে শ্রদ্ধেয় কবি। এখন উপায়? উপায় নেই, সগরের জলেই ভাসতে হবে বলে মনে হয়।

    1. যন্ত্রের যুগ প্রিয় কবি। এখন আর কেউ কবিতা পড়ে বাস্তবতার অনুভবে প্রয়াসী হয় না। যান্ত্রিক নগরে তান্ত্রিক অবিচার চলছে দিনরাত, সইতে হবে, মরতে হবে যতদিন না আমরা দৃষ্টিভঙ্গী বদলাতে পারছি।

      কৃতজ্ঞতা জানবেন, ভালো থাকবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।