বিকেল তখন যাবো যাবো করছে
কিন্তু দিনের পাঞ্জা
মুক্ত হতে পারছে না
সূর্যের তাড়া তবু
বর্ধিতকরণ প্রক্রিয়ার
কমতি করছে না দিন
সূর্যের তর সইছে না
দিনের সাথে মল্লযুদ্ধে রাগ হচ্ছে
সূর্যের রাগের সাথে কিছু পরিচয়
আমাদের আছে, আমরা শঙ্কিত
দিনের সামনে হাঁটু গেড়ে করজোড়ে
প্রার্থনা করছি, সদয় হও সদয় হও
সূর্যের পরিক্রমা সম্পন্ন হউক
বিশ্রামের সময় তাকে উত্ত্যক্ত
করা আখেরে ভাল হবে না
দীর্ঘ আকাল দিনের অভিজ্ঞতা
কমবেশি আমাদের আছে
বিশ্রামের পরে পুবের
আকাশে সূর্যের উদয় না হলে
দিন কি শুরু হবে, দিনের শুরু
না হলে আমাদের কি হবে
অভুক্ত তিন দিনের পরে
কাল ভোরে মসজিদে
শিন্নি আসবে, সূর্যের তর
দৃশ্যমান আমরা অদৃশ্য
ক্ষুধায় কাতরাই
আমাদের ক্ষুধার দোহাই
হে মহামহিম দিবস সদয় হউন
সূর্যকে বিশ্রামে যেতে দিন
তার পুনরুত্থানে আমাদের
তিন দিবসের ক্ষুধা মিটতে পারে
অনেক ভালো থাকুন প্রিয় কবি আবু মকসুদ ভাই। কবিতার জন্য ধন্যবাদ। শুভ সকাল।
সুন্দর কবিতা কবি মকসুদ ভাই।
শুভেচ্ছা প্রিয় কবি দা।
ধন্যবাদ কবি আবু মকসুদ। পড়লাম।