নীল গগনে দ্বাদশী চাঁদ হাসে চাঁদনী আভায়।
লুকোচুরি খেলে মেঘ সেই জোসনায়।
জোনাকীরা আলো জ্বালে মিতালী পাতায়।
চাঁদের হাটে চাঁদের বুড়ির গল্প দাদু জমায়।
হাতছানিতে ডাকে চাঁদ পথের সীমায়।
8 thoughts on “চাঁদ জাগা পথে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নীল গগনে দ্বাদশী চাঁদ হাসে চাঁদনী আভায়।
লুকোচুরি খেলে মেঘ সেই জোসনায়।
জোনাকীরা আলো জ্বালে মিতালী পাতায়।
চাঁদের হাটে চাঁদের বুড়ির গল্প দাদু জমায়।
হাতছানিতে ডাকে চাঁদ পথের সীমায়।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দারুণ সুন্দর কবি বোন ছন্দ হিন্দোল।
ধন্যবাদ দাদা আপনার মন্তব্যে টি ও আমার কাছে চাঁদের মত লাগল। শুভেচ্ছা রইলো অগনন।
নীল গগনে দ্বাদশী চাঁদ হাসে চাঁদনী আভায়। চমৎকার কয়েকটি লাইন। সালাম আপা।
সালাম ভাইয়া, ভাল লাগলো মন্তব্যে।
ছবিটি আামার পোস্টে সংযুক্ত করা হলে ☺ হই
শুভকামনা রইল
সুন্দর লেখা প্রিয় দিদি ভাই।
ধন্যবাদ রিয়া দি সুন্দর মন্তব্যের জন্য
শুভকামনা রইলো
সুন্দর এবং অপার্থিব একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন।
শুকরিয়া ভাইয়া সুন্দর করে বলবার জন্য শুভ কামনা অবিরাম