প্রতারিত সময়ের পিছনে
ছুটেছি অনেক
আমাকে বসিয়ে রেখে
সে গেছে হাওয়া খেতে
অপেক্ষায় তন্দ্রাঘোর
এলে বিগত মুদ্রা খরচে
হৃদয় তলীয়ে যায়
খোয়াবের দেশে বশীভূত
সময়, ঘোড়ার সওয়ারীর
মতো দিগন্ত মাড়ায়
গভীর ঘুমের পরে
পুনরুজ্জীবিত খোয়াবে
সময় ধরবো ভেবে
হাত বাড়াই, সময় ফসকে যায়
প্রতারণার কৌশলে পারদর্শী
সময় আমাকে ফাঁকি দিয়ে
পড়শি, দূর আত্মীয়
শত্রুর সাথে মিত্রতা পাকিয়ে
ভেংচি দেখায়
আহত আমি নিষ্ফল
আস্ফালনে আঙুল কামড়াই
একদিন সময় বশীভূত হবে
এই শান্তনায় আহত
আঙুলে মলম মাখাই
আশাবাদে মানুষ বাঁচে
আমিও আশার মানুষ
আশাবাদে মানুষ বাঁচে, আমি ও আমরাও যেন হই সেই আশার মানুষ। শুভকামনা কবি।
নান্দনিক লেখনী ।
ভালোবাসাময় ভালোবাসা কবি মকসুদ ভাই।