আর কিছু পাই না জীবন নিয়েই ভাবি
ওরা এখন ছিটানো ছিঁচকে জলের মতোন
কখনো উর্ধ্বমুখী
আবার কখনো নিম্নমুখী!
আমিও কম না….
ঝড় আর ঝর যা-কিছুই হোক নিয়ত সুখী!
তবুও
কোনো কোনো পদ আর পদভারে কাঁপে
আকাশ; চিকন সুতোয় তৈরি হয় নদী
আমরা কেউ জানি, আর কেউ জানি না
আমরা মানুষেরা কেবলই যদি আর যদি!
আগামীর শুভকামনা কবি জসীম উদ্দীন মুহম্মদ।
আন্তরিক কৃতজ্ঞতা ভাইয়া
নান্দনিক লেখনী ।
আন্তরিক কৃতজ্ঞতা ভাই
আর কিছু পাই না জীবন নিয়েই ভাবি
ওরা এখন ছিটানো ছিঁচকে জলের মতোন।
আন্তরিক কৃতজ্ঞতা কবি দা