যদি

আর কিছু পাই না জীবন নিয়েই ভাবি
ওরা এখন ছিটানো ছিঁচকে জলের মতোন
কখনো উর্ধ্বমুখী
আবার কখনো নিম্নমুখী!
আমিও কম না….
ঝড় আর ঝর যা-কিছুই হোক নিয়ত সুখী!

তবুও
কোনো কোনো পদ আর পদভারে কাঁপে
আকাশ; চিকন সুতোয় তৈরি হয় নদী
আমরা কেউ জানি, আর কেউ জানি না
আমরা মানুষেরা কেবলই যদি আর যদি!

6 thoughts on “যদি

  1. আর কিছু পাই না জীবন নিয়েই ভাবি
    ওরা এখন ছিটানো ছিঁচকে জলের মতোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।