মধ্যাহ্নের_মোহর

আনন্দময় কৈশোর, দীপ্ত যৌবন
পাড়ি দিয়ে শরীরে লেগেছে মধ্যাহ্নের
মোহর। স্লথ হয়ে গেছে চলার গতি।
দুপুরের দৌড়ে ফুসফুস সংকুচিত
হলে জলের কলে তৃষ্ণা মেটে না
নিজের শরীরের ভারে হাঁপিয়ে উঠি।

চোখের জ্যোতি দূরত্ব অতিক্রমে অক্ষম,
চালশের পর্দার পুরুত্ব অন্ধকার
ডেকে আনছে, মিইয়ে আসছে আলো।
মাথার কাক রঙ ফিকে হয়ে আসছে,
ঘন দুর্বার মাঠ পাতলা। একদা যে
জঙ্গলে চিরুনি চালানো অসম্ভব ছিল
এখন খেলার মাঠ। দুরন্ত কৈশোর
ফাঁকি দিয়ে চলে গেছে বিগত পাড়ায়।

দীপ্ত যৌবন শুধু কান্নার পারে টিমে
টিমে আলো জ্বালে। হাড্ডি চিবানো
দাঁত তরলের সাথে সখ্য করেছে।
অনিয়মে অহরহ উদরের উৎপাত।
শরীর অবাধ্যতায় পর্যবেশিত হয়েছে
মনের সাথে আর পাল্লা দেয় না।
ক্ষয়প্রাপ্ত হয়েছে যৌবনের ভিটামিন।

ভারসাম্য ঠিক রাখতে কৃত্রিম প্রয়োগ
করতে হয়। বলা হয় অর্ধেক পথ বাকি,
বলা হয় সহজে পরাস্ত হতে নেই। আমিও
চাই রোদেলা দুপুর, আমিও চাই পুনরায়
সবুজাভ ক্ষেত। তবু চাইলেই পাওয়া যাবে
সে সময় ফুরিয়েছে। ফুরিয়েছে জীবনের গান।

3 thoughts on “মধ্যাহ্নের_মোহর

  1. বলা হয় অর্ধেক পথ বাকি, বলা হয় সহজে পরাস্ত হতে নেই। আমিও চাই রোদেলা দুপুর, আমিও চাই পুনরায় সবুজাভ ক্ষেত। তবু চাইলেই পাওয়া যাবে … সে সময় ফুরিয়েছে। ফুরিয়েছে জীবনের গান। ___ শুভ কামনা প্রিয় কবি আবু মকসুদ ভাই। শুভদিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।