অনাবাসী_জীবন

k-roma

অনাবাসী গাছ থেকে অকালে
ঝরে পড়ে ফুল,
কেউ কুড়ায় না,
তাজা তাজা ফুল
দীর্ঘ অনাদরে
মলিন হয়ে যায়
কেউ মালা গাঁথে না।

প্রতিদিন বুক কাঁদে, প্রতিদিন
চিৎকার। কেউ শুনে না।
এ কোন অভিশাপ
এ কোন দণ্ড, অনাবাসী জীবন
কোন সে পাপের ফল!
সবুজ বৃক্ষের স্মৃতি
সবুজায়নের প্রণোদনা দেয়
সর্বোচ্চ চেষ্টার পরেও
সবুজ বিমুখ। দেশের
মাটির মাপে সার,
দেশের মাটির মাপে ঘাম,
দেশের মাটি মাপে
রক্ত ঢেলেও গজাতে পারি না
নিজস্ব গাছ, ঘাম, রক্তের বিপরীতে
কঠিন শিলা টিপ্পনী কাটে।

মাতৃরূপে সৎ মাও
দেখা দিতে পারে
অনাবাসী সময় বড় নির্মম
একবারও ছোঁয়ায় না মমতার হাত।
দেশ ত্যাগের অভিশাপে পুড়ছি
অঙ্গার হয়ে গেছে সাধের স্বপ্ন!

4 thoughts on “অনাবাসী_জীবন

  1. মাতৃরূপে সৎ মাও
    দেখা দিতে পারে
    অনাবাসী সময় বড় নির্মম
    একবারও ছোঁয়ায় না মমতার হাত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।