অনেক হয়েছে চুপ…
শুধু চুপিচুপি চুপ চুপ বলা,
অনেক হয়েছে চামড়ার নীচে
লুকানো শোণিত-কান্নার জল,
এবার একবার
অন্তত একবার বন্দুকের নল
ধরে মুচড়ে দাও,
চোখের জলকণা এসিডে বদলে
শেষবার ছুঁড়ে দাও
মানুষখেকোর লোমশ মুখে।
6 thoughts on “শিকার কর মানুষখেকো”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
খুব ভাল বলেছেন কবি।
হৃদয় হার্দিক প্রকাশ
পেয়েছে কবি
শুভকামনা রইল সতত
বেশ ভাবনাময় কবি দা
প্রিয় শুভেচ্ছায় প্রিয় কবি প্রিয় সৌমিত্র চক্রবর্তী। শুভ সন্ধ্যা।
দারুণ লিখেছেন ।
কবিতায় ভালো লাগা সৌমিত্রদা।