একদিন

এই নৃত্যগীত একদিন থেমে যাবে
বেসুরো সুরের দাপটে
ছিঁড়ে যাবে সেতারের তার।
একদিন খিলখিল হাসি
বেদনায় মোড় নেবে। একদিন
বুকের পাঁজরে জমানো ব্যথা
অন্যের ঘরনি হবে, একদিন
একান্ত মাঝির কাছে বলা
গুপ্তকথা বাজারে চাউর হবে।

অবিশ্বাসী ঘুড়ির কারণে একদিন
বিশ্বাস উড়বে না। ছল করে
ফেলে যাওয়া জলে
আশ্বাস পা পিছলাবে।
দিগন্তের ঘাসে ওড়া ফড়িং
একদিন ভুলে যাবে সবুজ,
ধুসর রমণীর মত প্রহেলিকায়
আচ্ছন্ন হবে মগজের কোষ।

একদিন মনুর জলে ভিজবে
না হৃদয়ের পাড়, পায়ের ছাপ
বিঁধবে না পলির বুকে।
একদিন হাত ফসকে গেলে
বাজারের ব্যাগ থেকে
ছিটকে বেরুবে উজানের কৈ।
অবিশ্বস্ত যন্ত্রণায় তড়পাবে
পাখি, একদিন পাখি উড়ে যাবে।
একদিন অন্ত হবে দাপুটে দেহের
একদিন ঘুমিয়ে যাবে একাকী কবর।

3 thoughts on “একদিন

  1.  সুন্দর লেখা, শুভেচ্ছা সতত পাঠক হৃদয় মুগ্ধ কবি ।

  2. একদিন পাখি উড়ে যাবে।
    একদিন অন্ত হবে দাপুটে দেহের
    একদিন ঘুমিয়ে যাবে একাকী কবর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. একদিন পাখি উড়ে যাবে।
    একদিন অন্ত হবে দাপুটে দেহের
    একদিন ঘুমিয়ে যাবে একাকী কবর।

    আমারও সময় বেশি নেই কবি ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।