শেখ মুজিব…

162329875_

জলের ভাষা সবাই পড়তে পারে না
যে পারে সে হয় দক্ষ সাঁতারু, জল
ছাপিয়ে পৌঁছাতে পারে মাছের বাড়ি
ডুব দিতে পারে জলের গভীরে।

গাছের ভাষা সবাই পড়তে পারে না
যে পারে সবুজের অভাবে কখনও
মিইয়ে যায় না, ফুসফুস দিয়ে যায়
অক্সিজেনের অবিরাম সরবরাহ।

বাতাসের ভাষা সবাই পড়তে পারে না
যে পারে দিগন্ত তাঁর কাছে তুচ্ছ
তেজী ঘোড়ার মত দাপিয়ে সে জানায়
দিগন্ত বিজয় কোন ব্যাপার না।

আকাশের ভাষা সবাই পড়তে পারে না
যে পারে নীলিমার রঙে অভিভূত হয়
অসীমের সীমানায় সে হয় অসীম
আকাশ তাঁর কাছেই পরাভূত হয়।

আলোর ভাষা সবাই পড়তে পারে না
যে পারে জগত আলোকিত হয়
উৎসের সন্ধানে হেঁটে জানতে পারে
মূলে যার আলো সে আলো ছড়াবেই।

চাঁদের ভাষা সবাই পড়তে পারে না
যে পারে সেই হয় জ্যোৎস্নার ফুল
উছলে পরা জ্যোৎস্নার আনন্দে
পাড়ি দিতে পারে অমাবস্যার পথ।

সময়ের ভাষা সবাই পড়তে পারে না
যে পারে সময় তার হয়ে যায়
করায়ত্ত সময়ের পারে দাড়িয়ে জানায়
স্পৃহা থাকলে মহাকাল মাড়ানো যায়।

মানুষের ভাষা সবাই পড়তে পারে না
যে পারে সে হয়ে ওঠে প্রকৃত মানুষ
তাঁর তর্জনীতে উদ্বেলিত হয় মানুষের হৃদয়
মানুষজন্মে সে-ই হয় শেখ মুজিব…

3 thoughts on “শেখ মুজিব…

  1. মানুষের ভাষা সবাই পড়তে পারে না
    যে পারে সে হয়ে ওঠে প্রকৃত মানুষ
    তাঁর তর্জনীতে উদ্বেলিত হয় মানুষের হৃদয়
    মানুষজন্মে সে-ই হয় শেখ মুজিব… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।