নারী

হে নারী,
অদ্য আর তোমাদের ঘরে বসে বসে
শুধু সন্তান লালনের দিন নয়,
পুরুষশাসিত সমাজে পুরুষের সাথে
কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দিন।

হে নারী,
সেই যুগে পুরুষকে যেমন ইন্ধন যোগায়েছ
অদ্যও তোমার ইন্ধন দেয়া প্রয়োজন।
তোমার ইন্ধন বিহীন পুরুষের কাজ অসমাপ্ত।

হে নারী,
এই ধরার যত বড় জয় অভিযান
তোমাদের কারণে পুরুষ হয়েছে মহীয়ন,
তোমারে বিহীন পুরুষের নহে কাম্য পৃথিবী।

হে নারী,
তোমার আয়তলোচন শুভদৃষ্টি ভঙ্গিই
একমাত্র পাল্টে দিতে সমাজের চিরায়ত প্রথাকে।
তোমার হাতের স্পর্শে শস্য শ্যামল প্রকৃতি
আরও নির্মূলতা ফিরে পায়।

রচনাকালঃ
১০/০৩/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “নারী

    1. সুন্দর মন্তব্য করেছেন প্রিয় কবি 

      শুভকামনা রইল সতত। 

  1. হে নারী,
    তোমার আয়তলোচন শুভদৃষ্টি ভঙ্গিই
    একমাত্র পাল্টে দিতে সমাজের চিরায়ত প্রথাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।