যদি শায়েস্তা খাঁর আমলের এক টাকা থাকতো
সাত মণ চাল কিনতাম, সাত মণ নিজের প্রয়োজনের
তুলনায় বেশি; কিছু টিভি ভিক্ষুকদের দিয়ে দিতাম…
টিভি ভিক্ষুক চাল, গম, রুটি চায় না
তারা কড়কড়া নোটের সাথে সঙ্গম করে।
সিরাজউদ্দৌলার রাজ্য হারানোয় আমি ব্যথিত
মীরজাফরের উত্থান খুব বেশি অনুভূত হচ্ছে,
তাদের দৌরাত্ম্যে টেলিভিশনে কান পাতা দায়।
সেই যুগে যারা এক টাকার মালিক ছিল
আজ তাদের কোমরে হাজার কোটির বান্ডিল
দুর্ভাগাদের শায়েস্তা যুগে ছিল না; এখনো নাই।
টিভি ভিক্ষুক চারকোণায় বেহেশত বিক্রি করে
আমার এক টাকা না থাকায় বেহেশত বঞ্চিত হই।
দুর্ভাগাদের শায়েস্তা যুগে ছিল না; এখনো নাই।
অসাধারণ উপস্থাপন