একদিন সবই শেষ

1731387

কতো কিছু সে আয়োজন
ছিলো নাকো তার প্রয়োজন;
পূব আকাশে ঐ যে রবি
লাল আবিরে দারুণ ছবি
একদিন সবই শেষ,

পাখ-পাখালি গাছে গাছে
একসাথে সব বসে আছে;
মাঝে মাঝে কোকিল ডাকে
কুহু ডাকে পাতার ফাঁকে
নিমিষে হয় সব রেশ।

কতো কিছু সে আয়োজন
ছিলো নাকো তার প্রয়োজন;
মেঘের রাশি আসলো বলে
গুরু গুরু ডেকে চলে
শেষে হয় সে জল,

বৃষ্টি হয়ে ঝরে পড়ে
স্বপ্ন তার যে শুধু ওড়ে
তাই সে দিলো সাগর পাড়ি
আকাশ বুকে গড়ে বাড়ি
শেষমেশ বারি ঢল।

.
মাত্রাবিন্যাসঃ ৪+৪ / ৪+৪ / ৪+২

2 thoughts on “একদিন সবই শেষ

  1. এক কথায় চমৎকার কবিতা। বিশেষ করে মাত্রা বিন্যাস অসাধারণ লেগেছে আমার কাছে। অভিনন্দন প্রিয় কবি মি. সাইদুর রহমান। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।