কার্পেটের নীচে যে পাপ
চাপা দিয়ে রেখেছি,
মাঝে মাঝে মাথা চাড়া দেয়।
ঝকঝকে জুতো; গলদ রয়ে
গেছে, একটা পিন
সবসময় অস্তিত্ব জানান দেয়।
আমি যতই সফেদ হতে
চাই না কেন
মলিন দাগ পিছু ছাড়ে না।
কার্পেটের নীচে যে পাপ
চাপা দিয়ে রেখেছি,
মাঝে মাঝে মাথা চাড়া দেয়।
ঝকঝকে জুতো; গলদ রয়ে
গেছে, একটা পিন
সবসময় অস্তিত্ব জানান দেয়।
আমি যতই সফেদ হতে
চাই না কেন
মলিন দাগ পিছু ছাড়ে না।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছা রইলো প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই।