মাদক ছোবল

86_n

মাদক করে জীবন নষ্ট
সংসার ভরে দুখে,
জীবন শুধু ধ্বংস করে
কাটে না দিন সুখে।

সুখ পাখিটা ধরতে হলে
মাদক ছাড়ো তবে,
ভবিষ্যতটা গড়তে এখন
মন লাগাতে হবে।

জীবনটা নয় স্বল্প ক্ষণের
হয়ত সময় বাকি,
বাঁচার মত বাঁচো নয় গো
নেশার ঘোরে ফাঁকি।

মাদক সদাই মৃত্যু ঘটায়
কেন যাও তার পাছে ?
কোথায় যাবে ওই উপরে
যাচ্ছ যমের কাছে ?

মাদক ছোবল ধ্বংস আনে
ঘটায় সর্বনাশ,
যেদিন তবে বুঝবে আহা
ফেলবে দীর্ঘশ্বাস।
.
স্বরবৃত্ত ৪+৪/৪+২

4 thoughts on “মাদক ছোবল

  1. মাদকের ছোবল আজ দেশের প্রায় ঘরে। এ থেকে উত্তরণে আপনার কবিতাখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখরে পারে বলে আমার বিশ্বাস। শুভকামনা থাকলো। 

    1. অসংখ্য ধন্যবাদ কবি। ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. মাদক ছোবল ধ্বংস আনে
    ঘটায় সর্বনাশ,
    যেদিন তবে বুঝবে আহা
    ফেলবে দীর্ঘশ্বাস। ____ সঠিক বলেছেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। শুভ কামনা সব সময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।