জানালার বাইরে যে বৃক্ষ
তার ডালে পাখি,
এইমাত্র দেখলাম উড়ে গেল।
বৃষ্টি শুরু হয়েছে
কাঁপছে গাছের পাতা;
কাঁপছে জানালার পর্দা।
পাখি ফিরেছে, গোটানো ডানা
ভিজে জড়সড়;
তবু অবারিত আকাশে
উড়তে কোন বাঁধা নেই।
পাখির অবাধ স্বাধীনতা
চাইলেই পারে অন্য আকাশে উড়তে।
আমার স্বাধীনতাটুকু বিছানা
বন্দী হয়ে আছে! গোটানো পর্দার ওপাশে
বৃক্ষ; পেছনে একটুকুন মাঠ।
আড়াই বছর বিছানা বন্দী;
বৃক্ষের সাথেই যাবতীয় সখ্যতা।
পাখি আমাকে চিনে না
অর্থব, পঙ্গু কাউকে
চেনার দায় তার নেই।
একদিন পাখি হয়ে
উড়তে চেয়েছিলাম;
সেই চাওয়াই হয়েছিল কাল।
এখন কোন পাখি আমাকে চেনে না
কেউ চিনতে চায় না
অথর্ব, পঙ্গু ডানা ভাঙ্গা পাখির মত
বিছানায় পড়ে থাকি।
সুন্দর কবিতায় নিরন্তর শুভকামনা প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই।