নীরবতা

1624418153

নীরব থাকতে পৃথিবী ভালবাসে!
আলোকময় জ্বালানি রাতের আকাশ
ঘাম ঝরান দিনের উত্তাপ অথচ
কোথায় জানি ইটভাটার অনল জ্বলছে
খোঁজে পাওয়া যায় না-
এ নীরব জেনো মৃত্যুর মজলিসের স্বাদ
সারি বদ্ধ কলা গাছের দুইসারি বাঁধ!
তারচেয়েও ঘুম জানি মাটির নীরবতা আশ;
সমস্ত ভালবাসা একমুঠো জল-
অতঃপর ভালবাসা মানেই সবুজ রাঙা নীরবতা।
20 ভাদ্র ১৪২৮, ০4 সেপ্টেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “নীরবতা

    1. জি প্রিয় কবি মুরুব্বী দা 
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———-

    1. জি প্রিয় কবি মহী দা
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।