ভুলের পৃথিবী ডাক দিয়ে বলে
তুই একবার শুদ্ধ ছিলি…
ফিরে যা জ্যৈষ্ঠের গনগনে দুপুরে
তপ্ত মাঠের সেই ধুলা ওড়া বালি
পানিশূন্য বুক; তৃষ্ণার হাপর উঠে।
বুকের বোতাম খুলে তবু তুই
মুঠিবদ্ধ হাতে দৌড় দিয়েছিলি।
তোর পায়ের ভারে পদানত
হানাদার দাঁড়াতে পারেনি। ছিল না
মামুলি কোন অস্ত্র, তবু
আগুনের ফুলকি ছুটিয়ে
ভস্ম করেছিলি
সেইসব বেজন্মা বেহায়াদের।
অন্য কিছুই তোকে বিচ্যুত করতে
পারেনি। তারা; লোভের পসরা
সাজিয়ে বিভ্রান্ত করতে চেয়েছে।
অঢেল কড়ির বিনিময়ে করতে
চেয়েছে খরিদ। সব তুচ্ছ করে
তুই শুধু জপে গেছিস শীতল
ছায়া। কোমল মায়ার চেয়ে
প্রিয় কিছু তোর মাথায় আসেনি।
লক্ষ্যে অটুট থাকলে কিছুই
অজেয় থাকে না। শ্যামল সবুজ
লক্ষ্য ছিল বলেই তুই জয়ী
হয়েছিস। তুই সেই শুদ্ধ মানুষ
যাকে পাওয়ার জন্য দেবতাও
হাপিত্যেশ করতো। তোকে একবার
ছুঁয়ে দিতে সারিবদ্ধ মানুষ
ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো।
আমরা দেখেছি পুষ্প বৃষ্টি
মঙ্গলধ্বনি আর আনন্দাশ্রু।
আমরা জানতাম তুই সেই শুদ্ধ মানুষ
যার পায়ের কাছে পৃথিবীর
যাবতীয় পবিত্রতা গড়াগড়ি খায়…
লক্ষ্যে অটুট থাকলে কিছুই
অজেয় থাকে না। শ্যামল সবুজ
লক্ষ্য ছিল বলেই তুই জয়ী। …. বিজয়ের শুভেচ্ছা প্রিয় কবি আবু মকসুদ ভাই।