বিজয়ের শুভেচ্ছা

266456

স্বাধীনতার যুদ্ধ হলো ছাব্বিশে মার্চ শুরু
সাতকোটি প্রাণ ভয়াতংকে তখন ধুরুধুরু…
লক্ষলক্ষ মা-বোনেদের সম্ভ্রম-শান-মান
দেশের জন্য বিলিয়ে দেওয়া তিরিশ লক্ষপ্রাণ!
রক্তক্ষয়ী যুদ্ধে খতম পাকবাহিনীর…’কেচ্ছা
ডিসেম্বরের ষোল তারিখ, ‘বিজয়ের শুভেচ্ছা’।

1 thought on “বিজয়ের শুভেচ্ছা

মন্তব্য প্রধান বন্ধ আছে।