প্রেম

পৃথিবীর সব লজ্জা
রিয়াকে ঘিরে রেখেছ, সে এখনো
লেপের নীচে। মাথা বের করে
ঘরের আলো দেখতেও লজ্জিত
হচ্ছে। সাতটা বেজে গেছে;
ক্লাসে যেতে হবে, কিন্তু সবাইকে মুখ
দেখাবে কেমন করে!

ভীষণ ভাললাগায় তার বুক
ধুকপুক করছে। এই অনুভূতি
আগে কখনো হয়নি। লজ্জা এবং
ভাললাগার যৌথ অনুভূতির
নাম প্রেম। রিয়া প্রেমে পড়েছে।
ভোরের আলো ফোটার আগেই
এসেছে কাঙ্ক্ষিত টেক্সট।

লেপের নীচে মোবাইলের স্ক্রীনে
ভেসে উঠেছে ভালবাসি।
রিয়া আজ ভালবাসায় স্নাত হয়েছে।

1 thought on “প্রেম

মন্তব্য প্রধান বন্ধ আছে।