যে দিন চলে যাব

Chole_Zabo

যে দিন আমি চলে যাব
রবোনা এ দুনিয়াতে,
রেখে যাব না কোনকিছু
দিতে প্রিয়জনদেরকে।
রেখে যাব না কোন স্মৃতি
কারও চোখের পাতাতে,
আমি চাই না কারও দুঃখ–কষ্ট
চাইনা কাউকে কাঁদাতে।

যে দিন আমি হারিয়ে যাব,
পাবেনা কেউ আমাকে
আমি তো হারাবো না তাদের
হারাবো না আমি কাউকে।
যে দিন তোমরা আমায় ভুলে যাবে
আর মনে করবে না আমায়;
কেন ভুলতে পারি না আমি
কেন স্মৃতি এসে আমাকে কাঁদায়।
যে দিন সবাই জানতে পারবে
আমার মনের কথা,
বুঝবে সে দিন সকলেই যে হায়
আমার মনের ব্যথা।

একনিষ্ঠ অনুগত সম্পর্কে

একনিষ্ঠ অনুগত, এটি তাঁর সাহিত্যিক ও অনলাইন ছদ্মনাম। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সস্তাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিন ভাইয়ের মধ্যে তিনি মেঝ। ছোটবেলা থেকেই ছিলেন শান্ত, ভাবুক, চিন্তাশীল ও কর্মঠ একজন মানুষ। ভাবতেন ছোট বড় অনেক প্রশ্ন নিয়ে। জানতে চাইতেন আসল সত্য। শুরু হয় জ্ঞান সাধনা। লেখালেখিটাও শুরু হয় এই জ্ঞান সাধনার ভেতর দিয়েই।

2 thoughts on “যে দিন চলে যাব

  1. ভাব এবং বোধনের শাব্দিক প্রকাশ অসাধারণ হয়েছে। মুগ্ধ পাঠ জানালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।